হবিবপুর: হবিবপুরে জয় জোহার মেলা দ্বিতীয় দিনও উৎসবমুখর,আদিবাসী নৃত্য,গান ও সাংস্কৃতিক পরিবেশনা চলে দিনভর
বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিবপুরে তিনদিনব্যাপী জয় জোহার মেলা রবিবার দ্বিতীয় দিনেও উৎসবের আবহে মুখরিত হয়ে উঠলো। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আদিবাসী সংস্কৃতিকে কেন্দ্র করে নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ভিড় জমালেন এলাকার মানুষ,প্রতিযোগিতা সহ একাধিক ঐতিহ্যবাহী খেলাধুলা। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মেলা চত্বর হয়ে ওঠে। পাশাপাশি মঞ্চে আদিবাসী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা চলে দিনভর।