ধূপগুড়ি: গধেয়ারকুটির বন্যাকবলিত এলাকায় অন্ধকার নেমে আসা পরিবার গুলোর সঙ্গে দীপাবলি উৎসব পালন SM FILM প্রোডাকশনের
বন্যাকবলিত এলাকায় অন্ধকার নেমে আসা পরিবার গুলোর সঙ্গে দীপাবলি উৎসব পালন । SM FILM production এর পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় গধেয়ারকুটির একাধিক ক্যাম্পে প্রদীপ জ্বলানো হয় সঙ্গে মিষ্টি মুখ করা হয় । আগামী দিন গুলোতে প্রদীপ জ্বলানোর সরঞ্জাম দিয়ে আসা হয় । Sm film production এর কর্ণধার সাকিল আহমেদ জানায় দীপাবলি হলো আলোর উৎসব প্রাকৃতিক কারনে এই পরিবার গুলোতে যে আধার নেমে এসেছে তা আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সরিয়ে আলোর দিশা দেখাতে হবে ।