কলকাতা: বাবুবাগানের দুর্গোৎসব নিঃসন্দেহে কলকাতার পূজা পরিক্রমায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে
বাবু বাগানের মণ্ডপে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন শহরের অন্যতম আকর্ষণীয় পূজা প্যান্ডেল হিসেবে এবছরও দর্শকদের নজর কাড়ছে বাবু বাগান সর্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরই অভিনব থিম ও চমকপ্রদ শিল্পকর্মে সজ্জিত হয়ে ওঠে এই মণ্ডপ, আর ২০২৫ সালের আয়োজনেও তার ব্যতিক্রম ঘটেনি। বাবু বাগানে এবারের থিম “ঐতিহ্য ও আধুনিকতার সংলাপ”। মণ্ডপের বাহিরাংশে পুরনো কলকাতার গলি, কাঠের খুঁটি, লণ্ঠন ও মাটির রঙ মিশে গেছে কাঁচ, ধাতু ও ঝলমলে আলোকসজ্জার সঙ্গে। ভেতরে প্রবেশ