বিশালগড়: পুজা বন্ধ হলেও, বন্ধ হয়নি চাঁদার জুলুম..! ৫০০০ টাকা চাঁদা না দেওয়ায় দশমী থেকে ফেরার পথে দোকানে ভাঙচুর ঘটনা চড়িলামে
পুজা বন্ধ হলেও, বন্ধ হয়নি চাঁদার জুলুম..! ৫০০০ টাকা চাঁদা না দেওয়ায় দশমী থেকে ফেরার পথে দোকানে ভাঙচুর ঘটনা চড়িলামে পুরানবাড়ি এলাকায়। রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল দাস জানান এই ঘটনা। এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।