হলদিবাড়ি: SIR আতঙ্কে ফের রাজ্যে আত্মঘাতীর অভিযোগ দক্ষিন বেরুবাড়ির সাতকুরায়
SIR নিয়ে আতঙ্কের কারণে ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে। হলদিবাড়ি সংলগ্ন দক্ষিন বেরুবাড়ির ৫২ বছরের এক ব্যক্তি আত্মহননের পথ বেছে নিয়েছে৷ ও-ই ব্যক্তির নাম কমলা রায়। তার পরিবারের সদস্যদের দাবি, ভোটার কার্ড, আধার কার্ড থাকার পাশাপাশি ২০০২ সালে ভোটার তালিকায় তাঁর নাম উল্লেখ থাকলেও আতঙ্কে ছিলেন কমলা। পূর্বপুরুষ বাংলাদেশ থেকে আসার কারনে দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধ। হাতে এসআইআর এ-র ফর্ম পাওয়ার পরেই উদ্বেগ বৃদ্ধি পায়।