অজয় নদের তীরবর্তী এলাকায় পোস্ত চাষ বন্ধ করতে তৎপর মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা মঙ্গলকোটের একাধিক জায়গায় নজরদারি চালায়। এই ঘটনায় বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ শোরগোল পড়ে যায়। আবগারি বিভাগের কর্মীরা মাঠে মাঠে গিয়ে কৃষকদের পোস্ত চাষ না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কেউ পোস্ত চাষ করলে অতিসত্বর তাদেরকে জানানোর পরামর্শ দেওয়া হয়। জানা গিয়েছে, নদীর তীরবর্তী উর্বর পলিমাটি পোস্ত চাষের পক্ষে বিশেষ উপযোগী।