খড়গপুর ১: ছট পুজোয় আসা পূর্ণ্যার্থীদের জন্য চা নিয়ে হাজির হলেন দিলীপ ঘোষ, খড়্গপুরের মন্দির তালাব এলাকাতে
ছট পুজোয় উপস্থিত পূন্যার্থীদের জন্য মঙ্গলবার সকাল থেকেই খড়গপুর শহরের একটি পুজোর স্থানে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কর্মী-সমর্থকদের নিয়ে পুণ্যার্থীদের চা পানের ব্যবস্থা করলেন তিনি। নিজে উপস্থিত থেকে সকলের হাতে তুলে দিলেন চা।