খয়রাশোল: রাজনগরে কাষ্ঠগড়া বুথের বিজেপি কর্মীরা যোগ দিলেন তৃণমূলে
রাজনগরে কাষ্ঠগড়া বুথের বিজেপি কর্মীরা যোগ দিলেন তৃণমূলে। রাজনগরের কাষ্ঠগড়া বুথের তৃণমূলের বুথ সভাপতি দয়াময় মশান জানান, রাজনগর অঞ্চলের কাষ্ঠগড়া এবং বারোমেসিয়া গ্রামের ৫জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। বিজেপি কর্মী সুদন বাউরির নেতৃত্বে এইসব কর্মীরা তৃণমূলে রবিবার যোগ দেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও ব্লক সভাপতি সুকুমার সাধু।