ঝাড়গ্রাম: দুঃস্থ মানুষদের জন্য ঝাড়গ্রামে আয়োজিত হল অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বর্তমান সময়ে অর্থের অভাবে বহু দুঃস্থ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকে বলে হামেশাই অভিযোগ সামনে আসে। এবার সেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হল ঝাড়গ্রাম শহরে। শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে অফিসার্স ক্লাব ও রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। এদিনের এই স্বাস্থ্য শিবিরে দেড়শ জনেরও বেশি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।