কোচবিহার ১: মেলার নিরাপত্তা ব্যবস্থা জোর করতে আরো পাঁচটি সিসি ক্যামেরা লাগানো হলো মেলা চত্বরে
মেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য বুধবার রাতে আরো পাঁচটি সিসি ক্যামেরা লাগালো কোচবিহার জেলা পুলিশ। বুধবার রাত দশটা নাগাদ সিসিটিভি র মাধ্যমে নজরদারি চালাচ্ছে ডি এস পি ডি আই পি সহ পুলিশ আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ যেমন মেলা চত্বরে ঘুরছে তেমনি যেই সমস্ত স্থানে বেশি ভিড় হচ্ছে সেই সমস্ত স্থানের সিসিটিভি গুলো বিশেষ ভাবে নজরে রাখছে পুলিশ।