মানবাজার বিধানসভার বিধায়ক মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ এনে ক্ষোভ পত্র প্রকাশ করল রাজ্য বিজেপির কালচারাল সেলের কনভেনর রুদ্রনীল ঘোষ।সোমবার বিকেল ৪.৩০ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের ভগ্ন কদমা সেতুর কাছে পৌঁছান তিনি,এবং সেই সেতুর সামনে সাংবাদিক সম্মেলন করেন।এদিন মানবাজারের রাস্তাঘাট,হাসপাতাল,ভাঙা ব্রিজ,চাকরি নিয়ে বেনিয়ম সহ জেলার সহ সভাধিপতি সুজয় বন্ধ্যােপাধ্যায়কেও নিয়ে মন্তব্য করেন রুদ্রনীল ঘোষ।