জয়নগর ২: গড়দেয়ানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বকুলতলা নতুন হাটে অনুষ্ঠিত হলো সন্ধ্যাকালীন কর্মীসভা
২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশক্রমে গড়দেয়ানী অঞ্চলের বকুলতলা নতুনহাটে আজ সন্ধ্যাকালীন অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরায়।