ঝাড়গ্রাম: স্টেট স্কুল গেমসে ঝাড়গ্রামের সাফল্যের ঝলক,নবম শ্রেণির সুপ্রিয়ের ব্রোঞ্জে উচ্ছ্বাস জেলাজুড়ে
ঝাড়গ্রামের খেলাধুলায় ফের সাফল্যের হাতছানি। রাজ্যস্তরের মঞ্চে এবার উজ্জ্বল উপস্থিতি ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র সুপ্রিয় প্রামাণিকের। প্রতিযোগিতা শেষ হতেই জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে গর্ব আর আনন্দের ঢেউ। জানা গেছে, ৬৯তম West Bengal State Council for School Games & Sports–এর অনূর্ধ্ব–১৯ বালক বিভাগে ঐতিহ্যবাহী Traditional Events প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৭, ২৮ ও ২৯ তারিখ, কলকাতার সল্টলেকে।