রানাঘাট ১: সাহেবডাঙ্গার মির্ধা পাড়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার 3 মূল অভিযুক্তকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
সাহেবডাঙ্গার মির্ধা পাড়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার 3 মূল অভিযুক্তকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর,সূত্রের খবর,গত মাসের 28 তারিখ শান্তিপুর থানার সাহেবডাঙ্গা মির্ধা পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করে প্রথমে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রী হিসেবে আরও এক জনের নাম সামনে আসে। আর এর পরই তার সন্ধান শুরু করে গত সোমবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতা