ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুরে বাইকের ধাক্কায় গুরুতর জখম দাসপুরের মকরামপুরের এক গৃহবধূ। বেলা প্রায় ২টা নাগাদ তাকে ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল গৌরার এক বেসরকারি হাসপাতালে। জানা যাচ্ছে কোলঘাটে রূপনারায়ন নদী থেকে জল নিয়ে দাসপুরের ভুবনেশ্বরে শিব মন্দিরে আসছিলেন দাসপুরের মকরামপুরের গৃহবধূ মালতি সিং সেই সময়ই বাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত