বরাবাজার: সিন্দরী হাটতলা ময়দানে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি
*নিজেদের এলাকার সমস্যা সমাধানে উপস্থিত এলাকার মানুষ* পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন ব্লকে। সেই সঙ্গে বরাবাজার ব্লকের সিন্দরী অঞ্চলের সিন্দরী হাটতলা ময়দানে আমাদের পাড়া আমাদের সমাধানে জন সমাগম ছিল চোখে পড়ার মতো । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বরাবাজার ব্লক আধিকারিক সহ অন্যান্যরা। ক্যাম্পে