আলিপুরদুয়ার ১: দীপাবলি উপলক্ষে উত্তর অরবিন্দনগর শ্মশানে শহরের কয়েকশো বাসিন্দা জ্বালালো ১৫ হাজার প্রদীপ,নতুন চুল্লি উদ্বোধন
দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা।বিভিন্ন মন্দিরেও শুরু হয়েছে পুজো।শহরের উত্তর অরবিন্দনগর শ্মশানেও কালীপুজোর আয়োজন করা হয়েছে। শ্মশানের মন্দিরে যেমন পুজো চলছে তেমনই আবার শ্মশানে প্রদীপ জ্বালানো ব্যবস্থা করা হয়েছে।এদিন সন্ধ্যা সাতটা নাগাদ জানা গেলো শ্মশানে প্রায় ১৫ হাজার প্রদীপ জ্বালানো হয়েছে।শহরের কয়েকশো বাসিন্দা শ্মশানে একত্রিত হয়ে প্রদীপ জ্বালান।