সামশেরগঞ্জ: স্ট্রিট লাইটে মৃত্যু ফাঁদ, প্রাণ গেল মহাদেবনগর গ্রামের ছাত্রের
বৃষ্টিভেজা সন্ধ্যায় হৃদয়বিদারক দুর্ঘটনা ধুলিয়ানে। স্ট্রিট লাইটের বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল বছর ১৩-র আবুল হাসানের। শনিবার দুপুরে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি থামতেই আবুল নিজের সাইকেল নিতে গিয়ে রাস্তার ধারে থাকা স্ট্রিট লাইটে বিদ্যুৎপৃষ্ট হয়।অভিযোগ, সেই খুঁটি বিদ্যুতায়িত ছিল। সাইকেলের হাতল ধরতেই তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।