রায়না ১: রায়না এক ও দুই ব্লকের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত বিধায়িকা
গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জেলার গ্রামীণ ও শহরের সভাপতিদের নাম ঘোষণা করেছে।। পূর্ব বর্ধমানের রায়না এক ও দুই ব্লকের সভাপতিদেরকে সঙ্গে নিয়ে তথা নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা ও মিষ্টি খাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে এই অনুষ্ঠান কে কেন্দ্র করে উপস্থিত থাকে পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা রবিবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।