রাজগঞ্জ: ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার দাবি মেটেলি থানার আইসিকে লিখিত ভাবে জানালেন বিধায়ক পূণা ভেঙ্গরা
পুজোর আগে দ্রুত চা বাগানগুলিতে সরকার ঘোষিত ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার দাবি জানালো নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মেটেলি থানায় গিয়ে লিখিতভাবে মটেলি থানার আইসি কে ওই দাবি জানান বিধায়ক । দ্রুত শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস না দিলে প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করা হবে বলেও তিনি এদিন তিনি লিখিতভাবে জানিয়েছেন। মাটিয়ালি ব্লকের কিলকোট, নাগেশ্বরী,শামসিং, ইয়ংটং চা বাগানের শ্রমিকরা এখনও বোনাস পায়নি।