বর্ধমান ১: বর্ধমান থানার সুজাপুর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে অ্যাসবেসটসের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম শেখ রবিউল(৩৯)। মৃতার ভাই শেখ সফিউল বলেন, পাশের গ্রামের এক মহিলার সঙ্গে দাদার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। সেকারণেই দাদা আত্মঘাতী হয়েছেন বলে আমাদের অনুমান।