বাগনান ১: বাগনান যুব সংঘ 50 বছরের পদার্পণ করল এই পুজো
আগামীকাল মহালয়া বাগনানের বেশ কয়েকটি প্যান্ডেলের মধ্যে অন্যতম বাগনান যুব সংঘ এবছর ৫০ বছরে পদার্পণ করল প্রতিবছরই মানুষকে বিভিন্ন ধরনের প্যান্ডেল উপহার দেন। তবে এবারের ভাবনা বাংলার ইতিহাস। এই ভাবনাটি ভেবেছেন এই ক্লাবের সভাপতি শ্রীমতি মৌসুমী সেন যেখানে দেখানো হয়েছে গোটা বাংলার যে ইতিহাস সেই ইতিহাস যেখানে ইংরেজ শাসন কাল থেকে মৌর্য বংশ হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক,