হাড়োয়া: মল্লিকপুরে মর্মান্তিক পথ দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু RG কর হাসপাতালে
মর্মান্তিক পথ দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হল আর জি কর হাসপাতালে।হাড়োয়া ব্লকের মল্লিকপুর এলাকায় গত মঙ্গলবার হাড়োয়া -বেড়াচাঁপা রোডের উপড় মোটরবাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মোটরবাইক সহ চারচাকা গাড়ি উল্টে নয়নজলিতে পড়ে যায়।সংঘর্ষে গুরুতর আহত ২ মোটরবাইক আরোহী যুবক এবং চারচাকা গাড়িতে থাকা দুজন, অল্পের জন্য রক্ষা পায় চারচাকা গাড়িতে থাকা এক শিশু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়,মোটরবাইক আরোহী দুই যুবকের