বালি-জগাছা: ৮০ বছরের পদার্পণ করল হওড়া তরুণ সমিতির দুর্গা উৎসব
৮০ বছরের পদার্পণ করলো হাওড়া তরুণ সমিতির দুর্গাপুজো। এবার তাদের ভাবনা ঋতুমতি লজ্জা নয় সৃষ্টি। মূলত মাইথোলজি বিষয়টিকে তারা সমাজের সামনে তুলে ধরছেন। এখানে প্রতিমাতে ফুটিয়ে তোলা হয়েছে মা কামাখ্যার রূপ। প্রতিটি মাসের নির্দিষ্ট সময় ঋতুমতী মহিলাদের বিশেষ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। যার বিজ্ঞানসম্মত কোন ভিত্তি না থাকলেও কুসংস্কারের বলি হতে হয় নানাভাবে। গোটা বিষয়টাকেই তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জায়। পুজো উদ্যোক্তাদের আসা।