বাগনান ১: আমতার দু'নম্বর ব্লকে তিনটি গ্রামে ইতিমধ্যেই ডিভিসির ছাড়া জল ঢুকতে শুরু করেছে।
হাওড়ার আমতা DVC ছাড়া জলেতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সোমবার আনুমানিক দুপুর তিনটা নাগাদ থেকে তিনটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে, ঘোড়াবেড়িয়া, চিৎনান, ভাটোরা, এই তিনটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে, ইতিমধ্যে গ্রামের ভেতরে জল ঢুকতে শুরু করেছে। কারণ এই তিনটি গ্রামের পাশ দিয়ে রূপনারায়ন এবং মুণ্ডেশ্বরী নদী দুদিকে দিয়ে বয়ে চলেছে। প্লাবনের আশঙ্কা করছে সকলেই। গ্রাম ছেড়ে উঁচুডাঙ্গার দিকে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।