বলাগড়: একতার জন্য পদযাত্রা — মাই ভারত (হুগলি)-র সাংবাদিক সম্মেলন হল বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে
একতার জন্য পদযাত্রা — মাই ভারত (হুগলি)-র সাংবাদিক সম্মেলন হল বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। আজ রবিবার বৈকাল পাঁচটা নাগাদ সুত্রের খবর গত 31 শে অক্টোবর দেশজুড়ে পালিত হয়েছে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। এদিন বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাই ভারত (হুগলি জোন)-এর এক সাংবাদিক সম্মেলন। যার মূল বিষয় ছিল— “একতার জন্য পদযাত্রা”। সারা ভারত জুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম,,