ডায়মন্ডহারবার ২: শিশুরাম দাস কলেজে বাউন্ডারিওয়াল না থাকায় সমস্যায় পড়ুয়ারা #janasamsaya
গত দশ বছর আগে এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সরিষা শিশুরাম দাস কলেজ তৈরি করা হয়। যেখানে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পায়। তবে কলেজের সমস্ত কিছু পরিকাঠামো দিক থেকে ঠিকঠাক থাকলেও এখনো পর্যন্ত কলেজের কোন বাউন্ডারি নেই যার ফলে এই অসুবিধা হয় ছাত্রছাত্রীদের অনেক সময় বহিরাগত লোকজনও ঢুকে পড়ে কলেজের মধ্যে যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের অন্যদিকে কলেজে আরও বেশ কিছু সাবজেক্ট পড়ানো হলে ভালো হতো।