কোচবিহার ১: হরিশ পাল মোরের ঘড়িঘর সংস্কার করে ব্লক টাওয়ার করা হবে বলে জানালেন চেয়ারম্যান
বোর্ড মিটিং শেষে শুক্রবার সাড়ে তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন ছট পূজা কালীপূজা ও রাসমেলা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। পাশাপাশি কোচবিহার শহরের হরিশপাল মোড়ে যে ঘড়ি কি বিকল হয়ে পড়ে রয়েছে তা সংস্কারের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। শহরের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ঘড়ি ঘর টিকে সংস্কার করে ক্লোক টাওয়ার করা হবে।