বর্ধমান ২: একশ দিনের কাজের দাবি নিয়ে পাড়াতল এক পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন দিল বামেরা
মঙ্গলবার বিকেলে ১০০ দিনের কাজের দাবি নিয়ে পাড়াতল এক পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ ডেপুটেশন দিল বামেরা সকল বাম নেতৃত্বরা উপস্থিত থেকে এই কর্মসূচিতে যোগদান করে সাহাপুর থেকে পাড়াতল এক পঞ্চায়েত এলাকা পর্যন্ত মিছিল করে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দেয় বলে বাম নেতৃত্বের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।