রায়গঞ্জ: রায়গঞ্জে বিগ বাজেট কালীপুজোর উদ্বোধন, আলোয় ঝলমল রামকৃষ্ণ সংঘ ও বন্দর একাদশ, উপস্থিত SDO, MLA সহ বিশিষ্টরা
রবিবার রাতে রায়গঞ্জ শহরে শুরু হলো বিগ বাজেটের কালীপুজো উৎসব। পূর্বাশা পল্লী রামকৃষ্ণ সংঘের ৫৪ তম বর্ষের থিম “আলোর তরঙ্গ” ও বন্দর একাদশের পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ বিশিষ্টরা। ক্লাবগুলির মণ্ডপ ও মূর্তির নকশা ঘিরে দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস। আসন্ন ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সদৃশ্য কার্নিভাল, যেখানে শহরের নামী কালীপুজোগুলি অংশ নেবে।