আলিপুরদুয়ার ২: আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কে যুবক যুবতীদের উদ্যম নৃত্য দেখতে রাস্তার পাশে ভিড় জমলো
খাটাজানি প্রগতি সংঘের পক্ষ থেকে বিসর্জনের পূর্বে শোভাযাত্রা নিয়ে বের হয়েছে। বিকেল পাঁচটা নাগাদ বিসর্জন পর্ব শেষ করলেন তারা খাটাজানি বিশ্ব মঙ্গল অনন্ত সেবাশ্রম এর পুকুরে। এদিন বিকেল তিনটে নাগাদ প্রতিমা নিয়ে তারা শোভাযাত্রায় বের হন। ডিজের তালে শতাধিক যুবক-যুবতী তাল মিলিয়ে নাচতে থাকেন শোভাযাত্রায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন এবার শোভাযাত্রায় জনসংখ্যা গত কয়েক বছর তুলনায় অনেকটাই কম হয়েছে। নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে করা পুলিশ প্রহর