রায়গঞ্জ: সাত সকালে দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ১২ নাম্বার ওয়ার্ডে, খোয়া গেছে গহনা সহ নগদ টাকা,তদন্ত নেমেছে পুলিশ
রায়গঞ্জের ১২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক উপেন্দ্রনাথ সরকার ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালেই বাড়ি ফিরে তারা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশ এসে তদন্ত শুরু করেছে।