কাঁকসা: পানাগড়ের রেলপারে ঘরের ভিতর থেকে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার,ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ
ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে পানাগড়ের রেলপাড়ে। মৃতের নাম মানিক পাল। আনুমানিক ৫৫ বছর বয়সি মানিক পাল বাড়িতে একাই থাকতেন বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা সকাল থেকে পচা দুর্গন্ধ পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরের ভেতর ঢুকে পুলিশ দেখে ওই ব্যক্তি ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে রয়েছে।