শালবনি: শালবনির গোবরু সমবায় সমিতির জরাজীর্ণ অবস্থা, বহু বছর বন্ধ থাকায় ঝোপ ঝাড়ে পূর্ণ, জমা টাকা ফেরতের আশায় গ্রামবাসীরা
শালবনির গোবরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির অবস্থা বেহাল, জরাজীর্ণ অবস্থায় ঝোপঝাড় হয়ে পড়ে রয়েছে সবাই সমিতি। গত তিন বছর ধরে নেই কোন বোর্ড। জমা রাখা টাকা ফেরত পাওয়ার আশায় গ্রামবাসীরা। বাম আমলে গড়ে উঠেছিল শালবনির গবরু এলাকায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি। অভিযোগ, সমবায় সমিতির আড়ালে চলতো চিটফান্ড। প্রথমে বাম নেতাদের মদতে চলতো এই কারবারী পরে বেশ কিছু তৃণমূল নেতারাও যুক্ত হয় এর সাথে। বেলাগাম দুর্নীতি ধরা পড়ে বহুবার।