কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর ১১৭ নম্বর জাতীয় সড়কের সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের সামনে
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর কাকদ্বীপ ১১৭ নম্বর জাতীয় সড়কে সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে বাস গাড়ি ওই যুবতীকে চাকায় পৃষ্ঠে মারে ঘটনায় স্থলে কাকদ্বীপে অ্যাডিশনাল এসপি তিনি এসে মৃত যুবতীর পরিবারের সঙ্গে কথা বলেন এমন কি মৃত যুবতীকে কাকদ্বীপ মহাকুমা হসপিটালে পাঠায় গোটা ঘটনা তথ্য চালাচ্ছে পুলিশ প্রশাসন।