আড়শা: আড়শা পুরানো ঠাকুরবাড়ি শ্রীরাম জানকী মন্দিরে দামোদর মাস মহোৎসবের সূচনা
Arsha, Purulia | Oct 19, 2025 আড়শা ব্লকের আড়শা পুরানো ঠাকুরবাড়ি শ্রীরাম জানকী মন্দিরে দামোদর মাস মহোৎসব উপলক্ষে এক মাস ব্যাপী শুরু হল অখন্ড শ্রীশ্রী রামচরিত মানসপাঠ। রবিবার কলস যাত্রার দিয়ে তার সূচনা হয়। সারা মাস ধরে প্রবচন ,ভজন কীর্তন, আরতী পূজন, লীলা কীর্তন, , সহ নানান অনুষ্ঠান রয়েছে ।