রায়গঞ্জ: রায়গঞ্জে কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলাকমিটির অফিসের উদ্বোধন,উপস্থিত তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া আগরওয়াল
রায়গঞ্জে দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির অফিস কক্ষের উদ্বোধন হলো রবিবার সন্ধ্যায়। এনবিএসটিসি বাস ডিপোর পাশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পূর্ণেন্দু দে, তিলক চৌধুরী, গৌরাঙ্গ চৌহান-সহ অন্যান্যরা। ফিতে কেটে অফিসের উদ্বোধন করেন জেলা সভাপতি। সংগঠনের জেলা সভাপতি সুবীর মজুমদার জানান, দীর্ঘদিনের দাবির পর অবশেষে অফিস কক্ষ পেলেন কর্মীরা