নানুর: পূর্ব নির্ধারিত খেলার কর্মসূচি তে থাকার ফলে কোর কমিটির বৈঠকে থাকতে পারিনি! নানুরে বললেন কাজল শেখ
নানুরের জলুন্দি অঞ্চলের পালিটা গ্রামে গত ২৬ অক্টোবর থেকে শুরু হয় ৮টি টিমের নক আউট ফুটবল প্রতিযোগিতা আর সেই খেলায় চূড়ান্ত পর্যায়ের ফাইনালে উঠেছে লাভপুর বনাম সিউড়ি।আজ অর্থাৎ শনিবার নক আউট ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় ১-০ গোলে জয়ী হয়েছে সিউড়ি অন্যদিকে পরাজয়ী হয়েছে লাভপুর। জয়ী দলকে ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়াও পরাজিত টিমকে ২০ হাজার টাকা ও টফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, নানুর পঞ্চায়েত সমিতির।