বাঘমুণ্ডী: বাগমুন্ডিতে ৫৮ টি পূজা কমিটির হাতে সরকারি অনুদানের চেক বিতরণ
বাগমুন্ডিতে ৫৮ টি পূজা কমিটির হাতে সরকারি অনুদানের চেক বিতরণ | রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের চেক বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বাগমুন্ডি থানার পক্ষ থেকে এলাকার ৫৮টি পূজা কমিটির হাতে তুলে দেওয়া হয়। বাগমুন্ডি থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেক বিতরণ করা হয়। এদিন পূজামণ্ডপগুলিতে নৈশপ্রহরী নিয়োগ ও সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে পুজো কমিটিগুলিকে অবগত করেন প্রশাসনিক কর্তারা।