আড়শা: জারাটাঁড় গ্রামে লেলেহ মাছির কামড়ে আহত প্রায় ১৫ জন
Arsha, Purulia | Oct 23, 2025 আড়শা ব্লকের জারাটাঁড় গ্রামে লেলেহ মাছির কামড়ে আহত প্রায় ১৫ জন।তার মধ্যে ৪জন কে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে। তিন জন কে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। এক জন মন্টু মাহাতো চিকিৎসাধীন।