অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল টামনা থানার অন্তর্গত আমচুড়িয়া গ্রাম থেকে আট লিটার অবৈধ মদ সহ ভক্তিপদ গোপ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল টামনা থানার পুলিশ ।ধৃত ভক্তি পদ গোপকে এদিন দুপুর দুটো নাগাদ কোর্টে পেশ করে পুলিশ ।পুলিস সূত্র থেকে জানা গেছে পুরুলিয়া জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে এবং পরবর্তীকালেও এই অভিযান চলতে থাকবে।