লাভপুর: সাংড়া অঞ্চলের সোমসা গ্ৰামে লক্ষী পুজোর উদ্বোধনে বিধায়ক অভিজিৎ সিংহ
লাভপুরের সাংড়া অঞ্চলের সোমসা গ্ৰামে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ উদ্ধোধন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট অঞ্চলের অঞ্চল সভাপতি সাধন মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় ওই পুজো শুরু হওয়ার আগেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ উদ্ধোধন করার পর সকল কে লক্ষীপুজোর শুভেচ্ছা জানান। এছাড়াও এলাকাবাসী দের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।