রাজনগর: কাশ্মীর থেকে কফিনে ফিরল রাজনগরের বীর শহিদ সুজয় ঘোষকে দেখতেই উপচে পড়ল জনতা
কাশ্মীরের অভিযানে শহিদ রাজনগরের সুজয় ঘোষ, গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। রাজনগরের কুন্ডিরা গ্রাম আজ শোকে স্তব্ধ। কাশ্মীরের আনন্তনাগে সন্ত্রাসবাদ দমন অভিযানে শহিদ হয়েছেন গ্রামেরই সন্তান, ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষ (২৮)। গত দেড় বছর ধরে তিনি কাশ্মীরে নিযুক্ত ছিলেন। শনিবার বিকেলে রাজনগরে পৌঁছয় তাঁর দেহ।