ইটাহার: ১৯ নভেম্বর ইটাহার গ্রাম পঞ্চাতের ইটাহার সদর এলাকায় শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল বিশ্ব শৌচাগার দিবস, উপস্থিত BDO
১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালিত হল ইটাহারে। বুধবার ইটাহার ব্লক প্রশাসনের নির্দেশে এবং ইটাহার পঞ্চায়েত দফতরের উদ্যোগে এই সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে ইটাহার শহরের রাস্তায় শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন প্রশাসনের আধিকারিকরা। ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর শোভাযাত্রাটি সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে পূনরায় পঞ্চায়েত প্রাঙ্গণে শেষ হয়।