নলহাটি ১: জমি থেকে কৃষক উচ্ছদ বন্ধ করা সহ একাধিক দাবিতে নলহাটির BDO ও BL&LRO অফিসে ডেপুটেশন দিল দুটি বাম সংগঠন
আজ বৃহস্পতিবার ৫ জুন বেলা বারোটা নাগাদ নলহাটি এক নম্বর ব্লকে বিডিও অফিসে এবং নলহাটি এক নম্বর ব্লকের বি এল আর ও অফিসে একটি ডেপুটেশন জমা করলো সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের নলহাটি এক নম্বর ব্লকের কমিটির পক্ষ থেকে। এদিন একাধিক দাবি নিয়ে এই ডেপুটেশন জমা করল যার মূল উদ্দেশ্য ছিল, ভূমিহীন কৃষকদের বিগত ১৫-২০ বছর বা তার ও বেশি সময় ধরে পাট্টা প্রাপ্তির ভিত্তিতে যে সকল ভূমিহীন গরিব কৃষক কৃষি জমি ভোগ দখল করে চাষ করে আসছেন তাদের জমি থেকে উচ্ছেদ