শালবনি: শালবীথি গুরুকুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন MLA
শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের অবৈতনিক পাঠশালা "শালবীথি গুরুকুল"-এর ৭০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে সম্প্রতি তাদের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা চারাগাছে জল সিঞ্চন করে প্রতিযোগিতা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিচারপতি মাননীয়া অঞ্জলি সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।