বহরমপুর: ইসলামপুরে বিষধর সাপের ছোবলে অসুস্থ এক কিশোর, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুরMMC&H-এ
বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তাতে বিষধর সাপের ছোবলে অসুস্থ শুভ মন্ডল নামে এক কিশোর, ইসলামপুরের আজকের এই ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসার পর, বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে আনা হয় চিকিৎসার জন্য