প্রায় তিন সপ্তাহ পর ভাগীরথী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ শ্রমিক দুর্লভ রাজবংশি (৪৫)-এর দেহ। তিনি মুর্শিদাবাদের ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের বাসিন্দা। গত ৩ ডিসেম্বর কেতুগ্রামের কল্যাণপুর ঘাটে বালি তুলতে গিয়ে নৌকা উল্টে নদীতে তলিয়ে যান তিনি। রবিবার সন্ধ্যায় অগ্রদ্বীপ ফেরিঘাটের কাছে দেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন এবং কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়।