পাড়া: পুরুলিয়ায় অফিস ভাঙচুরের প্রতিবাদে আদিবাসী কুড়মি সমাজের ডেপুটেশন সাঁওতালডি ও পাড়া থানায়
Para, Purulia | Nov 12, 2025 পুরুলিয়া জেলার পাড়া ব্লকের সাঁওতালডি ও পাড়া থানায় বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ডেপুটেশন দিল আদিবাসী কুড়মি সমাজ। সম্প্রতি পুরুলিয়াস্থিত সংগঠনের মূল অফিসে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর ও গুরুত্বপূর্ণ নথি-যন্ত্রপাতি খোয়া যাওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সংগঠনের সদস্যদের মধ্যে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখন