মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে জামিয়া রহমানিয়া জলসাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল পুলিশ-প্রশাসন। জলসা চলাকালীন কোনও ধরনের দোকানপাট বসানো যাবে না! এমনই স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামিয়া রহমানিয়া জলসা প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় সম্পূর্ণভাবে দোকানপাট বসানো নিষিদ্ধ থাকবে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।